দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চাকসু নির্বাচন কমিশনের অফিস থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো নিশ্চিত হয়নি।
ইসলামী ছাত্রশিবিরের সূত্রে জানা গেছে, আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু আয়াজ হল সংসদের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতে পারেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী হল শাখার প্রকাশনা সম্পাদক এবং ওই হলের আবাসিক শিক্ষার্থী।
এ প্রসঙ্গে সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আবরার ফারাবী বলেন, আয়াজ বন্ধুদের সঙ্গে মনোনয়নপত্র কিনেছেন। তবে কোন পদে নির্বাচন করবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি।
মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে আয়াজ বলেন, আমি ফরম নিয়েছি। তবে প্রার্থী হওয়া ও কোন পদে লড়ব, সেটি দলীয় সিদ্ধান্তে নির্ধারিত হবে।
জানা যায়, আবু আয়াজ খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা। তার বাবা সাতকানিয়া উপজেলার মানুষ হলেও প্রায় ৪০ বছর আগে খাগড়াছড়িতে স্থায়ী হন। ব্যবসায়ী পরিবারের আয়াজ সাদিক কায়েমের একমাত্র ছোট ভাই। তাদের আরও তিন বোন রয়েছে।
চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হয় ১৪ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.