দেশচিন্তা ডেস্ক: চন্দনাইশের বৈলতলী-চরতী সড়কের চরপাড়া এলাকায় আজ বুধবার সিএনজির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ রোগীদের দেখতে চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারী ওয়ার্ডে দেখতে যান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী ও চট্টগ্রাম-১৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ শাহাদৎ হোসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরুল হক, উত্তর সাতকানিয়া থানার আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, উত্তর সাতকানিয়া সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছ, চন্দনাইশ উপজেলা কর্মপরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা মুহাম্মদ হারুনুর রশিদ, শাহজাহান নাছির, দিদারুল আলম, চন্দনাইশের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জাহাঙ্গীর আলম, আবদুল মান্নান, হেলাল উদ্দীন, কাউন্সিলরপ্রার্থী আবদুল কাদের বেলাল প্রমুখ।
উল্লেখ্য, ১০ জন অগ্নিদগ্ধ হয়। ৪ জন গুরুতর রোগীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। চমেক বাকি ৬ জন রোগীর খোঁজখবর নেন। তাদের জন্য দোয়া করেন। শেষে জামায়াতের পক্ষ থেকে এমপি প্রার্থী ডাঃ শাহাদৎ হোসাইন প্রত্যেককে আর্থিক সহযোগিতা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.