দেশচিন্তা ডেস্ক: আজ ১৭ সেপ্টেম্বর ৬৩তম মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয় বিকাল ৫টায় নিউমার্কেট মোড়ে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য আহমদ জসিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৬২ সালের এই দিনে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তা আইয়ুব সরকার প্রণীত শরীফ কমিশনের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ নাম না-জানা অনেকেই! শিক্ষার বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ ও সংকোচন নীতির বিরুদ্ধে ছাত্র সমাজের দাবি আজও পূরণ হয়নি। সর্বশেষ রক্তক্ষয়ী জুলাই'২৪ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো- সমাজে যতদিন অন্যায়, শোষণ ও বৈষম্য থাকবে ততদিন ছাত্ররা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
মহান শিক্ষা দিবসের চেতনায় বর্তমান তরুণ প্রজন্মের কাছে একটি বৈষম্যহীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার ও একই ধারার গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রনয়ণের সংগ্রাম কে বেগবান করার আহ্বান জানিয়ে সমাবেশ শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.