ফারুকুর রহমান বিনজু, পটিয়া প্রতিনিধি :
পটিয়ায় কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. জামাল উদ্দিন আকবর (৪৪) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন।৩ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৯ টায় উপজেলার কোলাগাঁওয়ের টেকে একটি তুচ্ছ বিষয়ের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনি গুরুত্বর আহত হন। পরে চমেক হাসপাতালে নেয়া হলে তিনি রাত সাড়ে ১০ টা নাগাদ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পুলিশ এ খুনের ঘটনায় জড়িতদের চিহিৃত করেছেন। শিগ্রীই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে পুলিশ জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকালে ময়না তদন্তের পর নিহতের লাশ কোলাগাঁওস্থ ২নং ওয়ার্ডের নিজ বাড়িতে বাড়িতে আনা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নিহত জামাল ওই গ্রামের মৃত ইয়াছিনের পুত্র, কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও কোলাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং চরকানাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বলে জানা গেছে।
নিহত জামাল উদ্দিনের বড় ভাই কামাল উদ্দিন জানান, রাত সাড়ে ৮ টায় মোটর সাইকেল যোগে জামাল বাড়িতে আসার সময় কোলাগাঁও এর টেক এলাকায় একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকার কারণ নিয়ে সামান্য বিরোধ হয় প্রতিপক্ষ শহীদের সাথে এসময় তার মোটর সাইকেলের লুকিং গ্লাস ভেঙ্গে যায়। এই বিরোধ মেটানোর পর তিনি বাড়িতে এসে গেলেও জামাল কোলাগাঁও এর টেক এলাকায় থেকে যায়। এর পরই অর্তকিত ভাবে শহিদের নেতৃত্বে ২০/২৫ জন মিছিল সহকারে রাত সাড়ে ৯ টার দিকে জামালের উপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে বীর দর্পে চলে যায়। পরে তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় সাবের ও মোস্তাক জানায় জামাল বাচার জন্য আপ্রাণ চ্ষ্টো করলেও সে বাঁচতে পারলো না। স্থানীয় অপর একটি সুত্র জানায়, ওই এলাকায় বেশ কয়েকটি বেসরকারী পাওয়ার প্লান্ট নির্মাণাধীন রয়েছে সেখানে নির্মাণ সামগ্রী সাপ্লাইয়ের কাজের সাথে এরা সবাই জড়িত। এর টিকাদারির ভাগ বাটওয়ারা নিয়েই মুলত: এই নৃশংস খুনের ঘটনা ঘটছে বলে তাদের ধারণা।
এই হত্যাকান্ডের বিষয় যোগাযোগ করা হলে পটিয়া থানার পুলিশ পরিদর্শক শেখ নেয়ামত উল্লাহ পিপিএম বলেন, নির্মাণাধীন কয়েকটি বেসরকারী প্রতিষ্ঠানে মালামাল সরবরাহ ও ভাগ বাটওয়ারা নিয়েই এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। তিনি বলেন যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের চিহিৃত করা হয়েছে। এবং শিগ্রীই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ সংক্রান্তে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এদিকে পটিয়ার কোলাগাঁওয়ে তুচ্ছ বিষয়ের জের ধরে স্বেচ্ছাসেবকলীগ ইউনিয়ন সভাপতি জামাল উদ্দিন আকবরকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। তিনি এক বিবৃতিতে বলেন, পটিয়া একটি শান্তিপূর্ণ জনপদ। আমি বিগত ১০ বছরে পটিয়াকে সবার জন্য বাসযোগ্য মডেল উপজেলা হিসেবে গড়ে তুলেছি। এখানে কোন সন্ত্রাসী মাস্তান ও দখলবাজের স্থান অতীতে যেমন ছিলনা এখনও নেই। তিনি আকবর হত্যকারী যেই বা যারাই হোক তাদেরকে আইনের আওতায় আনার জন্য পটিয়ার পুলিশ প্রশাসনকে আহবান জানান। তিনি দুস্কৃতিকারীদের হাতে নিহত জামাল উদ্দিন আকবরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার বর্গের প্রতি সমেবদনা জানিয়েছেন। এলাকাবাসীকে খুনী অপরাধীদের বিরুদ্ধে সামাজিক ভাবে শক্ত অবস্থান নেওয়ার আহবান জানান একই সাথে এই হত্যাকান্ডে দায়ী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহবান জানান।
চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ:
চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আওতাধীন পটিয়া উপজেলা কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জামাল উদ্দিন আকবরের নৃশংসভাবে হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারপুর্বক শাস্তির দাবি জানায়েছেন চট্টগ্রাম দক্ষিন জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মাননীয় মেয়র মোহাম্মদ জোবায়ের ও দক্ষিন জেলা স্বেচ্ছাসেবকলীগ এর মাননীয় সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.