দেশচিন্তা ডেস্ক: হোটেল লা মেরিডিয়ান বলরুমে অনুষ্ঠিত হলো মেগাস্টার ফিলিপাইন ও গ্লোবালব্রান্ডস মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫। জমকালো এই গ্র্যান্ড গালা প্রোগ্রামে উইনার, রানার্স আপ এবং ব্র্যান্ড এম্বাসেডরদের সম্মাননা প্রদান করেন গ্লোবাল মিডিয়া ফোরামের প্রেসিডেন্ট, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম, চিত্রনায়িকা অপু বিশ্বাস, চলচ্চিত্র পরিচালক সাকিব সনেট, এলিগ্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার ও সিইও ইকবাল হোসেন।
চ্যাম্পিয়ন হয়েছেন আলফি আলমগীর আকশা, ফার্স্ট রানার্স আপ হয়েছেন আদ্রিজা আফরিন সিনথিয়া ও সেকন্ড রানার্স আপ হয়েছেন তানজিনা নিলয়। ব্র্যান্ড এম্বাসেডর হয়েছেন তমা রশিদ ও তানিশা আক্তার শিলা। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন অপু বিশ্বাস, কুসুম শিকদার ও রুনা খান প্রমুখ।
চ্যাম্পিয়ন আকশা বলেন, ‘বাংলাদেশের অভিনয়ের দুনিয়ায় নিজেকে অনেক দূর নিয়ে যেতে চাই। যেমন আমার ভীষণ ভালোলাগে মডেল-অভিনেত্রী মেহজাবীন আপুকে। তার ব্যক্তিত্ব, তার নীরবে নিভৃতে কাজ করে যাওয়া আমাকে ভীষণ মুগ্ধ করে। আমি ঠিক তার মতোই একজন হতে চাই।’
ফার্স্ট রানার্স আপ সিনথিয়ার ভাষ্য, ‘সবার আগে ভালো মানুষ আর সবার ভালো লাগার মানুষ হতে চান তিনি। পাশাপাশি আদ্রিজা আফরিন সিনথিয়া বর্তমানে দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিউটিক্যাল পড়াশোনা করছেন তার ইচ্ছা ভবিষ্যতে নিয়মিত মডেলিং ও অভিনয় করতে চান এবং শাবনূরের মতো অভিনেত্রী হওয়া তার স্বপ্ন। আর দেশের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় কাজ করবেনও সিনথিয়া।’
বিচারক প্যানেলে ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, ইভান শাহরিয়ার সোহাগ, রয়া চৌধুরী প্রমুখ। ফ্যাশন শো নৃত্য ও নানা আয়োজনে মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫ জমকালো অনুষ্ঠানে পরিণত হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.