দেশচিন্তা ডেস্ক: পটিয়া পৌরসদরস্থ খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজে গত ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংকার মোঃ ফোরকান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা শিল্পপতি আলহাজ্ব খলিলুর রহমান। অধ্যাপক সেলিনা আকতার ও ভগীরথ দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ হাসিনা খানম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট এ কে এম শাহজাহান উদ্দীন, কলেজের অধ্যক্ষ মুহম্মদ আবু তৈয়ব, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক দেলোয়ার হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক জাহিদুর রহমান, ভর্তি উপ-কমিটির আহবায়ক অধ্যাপক পিন্টু কুমার ঘোষ,কলেজ ছাত্রী আলিফ চৌধুরী। সভায় প্রধান অতিথি বলেন বর্তমান বিশ্বের সঙ্গে প্রতিদ্বন্দিতায় টিকে থাকতে হলে তথ্য প্রযুক্তি ও ইংরেজি জ্ঞান অপরিহার্য। শিক্ষার্থীদের এই দুটো বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। পরবর্তীতে প্রধান অতিথি আলহাজ্ব খলিলুর রহমান, সিআইপি কলেজের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটি উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.