দেশচিন্তা ডেস্ক: এশিয়া কাপে আজ বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে লাল-সবুজের দলের প্রতিপক্ষ আফগানিস্তান। সুপার ফোরে যেতে আফগানদের বিপক্ষে জিততেই হবে। এমন ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগারদের অধিনায়ক লিটন দাস। ব্যাট হাতে খেলতে নেমে দুই ওপেনার মিলে এনে দিয়েছিলেন দুর্দান্ত সূচনা। সাইফ হাসান-তানজিদ তামিম গড়েন ৬৩ রানের উদ্বোধনী জুটি। ঝড়ো ফিফটি করেন তামিম। তবে তামিম ফেরার পর আর রানের চাকা সেভাবে ঘোরাতে পারেননি বাকিরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ গড়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে।
আগে ব্যাট করতে নেমে তামিম-সাইফের ব্যাটে আজ পাওয়ার প্লে তেই ৫৯ রান তোলে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা সাইফ দেখেশুনেই খেলেছেন। অপরপ্রান্তে থাকা তামিম খেলেছেন হাত খুলে।
তামিমের মারকুটে ব্যাটিংয়েই পাওয়ার প্লে তে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। তবে সপ্তম ওভারে দলীয় ৬৩ রানে আউট হন সাইফ। রশিদ খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ৩০ রানে। আরেক ওপেনার তামিম খেলেছেন মারকুটে মেজাজে। আফগান বোলারদের পাত্তা না দিয়ে ২৮ বলেই ফিফটির দেখা পান তামিম।
লিটন দাসের সঙ্গে তামিমের ২৪ রানের জুটি ভাঙে টাইগার অধিনায়ক ১১ বলে ৯ রান করে ফিরলে। এরপর তাওহিদ হৃদয়ের সঙ্গেও ১৭ রানের জুটি গড়েছিলেন তামিম। তবে ৩১ বলে ৫২ রান করে তামিম আউট হলে ভাঙে জুটি।
এরপর আর কোনো ব্যাটারই খুব একটা ভালো খেলতে পারেননি। হৃদ ছন্দে ফেরার আভাস দিলেও ২০ বলে ২৬ রান করেই আউট হন। এর আগেই অবশ্য ১১ বলে ১১ রান করে আউট হন শামিম হোসেন। শেষদিকে জাকের আলী অনিকের ১৩ বলে ১২ আর নুরুল হাসান সোহানের ৬ বলে ১২ রানের ক্যামিও ইনিংসের সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আফগানদের হয়ে আজ ২টি করে উইকেট পেয়েছেন নূর আহমেদ ও রশিদ খান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.