দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিতে ২৬ পদে মোট মনোনয়ন নিয়েছেন ৪৭৪ জন প্রার্থী। এছাড়া সব হল সংসদে মনোনয়নপত্র বিতরণ হয়েছে ৫৮৯ টি। হল সংসদ ও কেন্দ্রীয় সংসদে তিনদিনে সর্বমোট মনোনয়ন ফরম নিয়েছেন ১০৬৪ জন প্রার্থী।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়ন বিতরণের শেষ দিন সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
এর আগে গত রোববার শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম । তিন দিনে ২৬ পদের বিপরীতে কেন্দ্রীয় সংসদে বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র পদে মনোনয়ন নেন প্রার্থীরা। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে শুধু শেষ দিনেই মনোনয়ন নেন ৩৭৮ জন প্রার্থী।
এবারের হল সংসদ নির্বাচনে ১৪ টি হল ও একটি হোস্টেল সংসদে শেষ দিনে বিক্রি হয়েছে ৫১৬টি ফরম। এর আগে গত দুই দিনে বিক্রি হয়েছিল ৭৪টি। সব মিলিয়ে হল সংসদের ২০৬ টি আসনের বিপরীতে বিক্রি হয়েছে ৫৮৯টি ফরম।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.