দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম কাস্টমস হাউসে ফাঁদ অভিযান চালিয়ে ঘুষের ৩০ হাজার টাকাসহ সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দুদক চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম এ অভিযান চালায়।
দুদক সূত্রে জানা গেছে, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের প্রোপাইটর আমির হোসেন জাপান থেকে আমদানি করা BREAK ACRYLIC MIXED PLASTIC WASTE AND SCRAP ছাড়করণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। কিন্তু শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন ইচ্ছাকৃতভাবে হয়রানি করে নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়করণে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকি দেন তারা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমির হোসেন দুর্নীতির বিষয়টি দুদককে অবহিত করলে কমিশনের নির্দেশনায় ফাঁদ অভিযান চালানো হয়। ছদ্মবেশে উপস্থিত থেকে ঘুষ লেনদেনের বিষয়টি পর্যবেক্ষণ করে দুদক টিম রাজীব রায় ও মাইনুদ্দীনকে হাতেনাতে গ্রেফতার করে।
অভিযান শেষে আলামত জব্দ, সাক্ষ্য গ্রহণ এবং আইনানুগ প্রক্রিয়া শেষে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারদের থানায় সোপর্দ করা হয়েছে বলে দুদক জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.