দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সিটি কর্পোরেশন মূলত রাজস্বের উপর নির্ভরশীল। আদায়কৃত রাজস্ব দিয়েই সড়ক নির্মাণ ও সংস্কার, নগরবাসীর শিক্ষা ও স্বাস্থ্যের সেবা নিশ্চিত করা যায়। তাই চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে রাজস্ব আয় বাড়ানো অত্যন্ত জরুরি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে লালদিঘীস্থ চসিক পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে রাজস্ব বিভাগের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, রাজস্ব আদায় বাড়াতে এবং নাগরিকদের জন্য রাজস্ব প্রদান প্রক্রিয়া সহজ করতে নগরীর ৪১টি ওয়ার্ডে রাজস্বমেলার আয়োজন করা হবে, যেখানে নাগরিকরা সরাসরি গৃহকর দিতে পারবেন এবং প্রয়োজনীয় পরামর্শ সেবা পাবেন।
তিনি আরও বলেন, চট্টগ্রামে ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। নগরীতে বর্তমানে মাত্র ১ লাখ ৩৪ হাজার ট্রেড লাইসেন্স আছে, যেখানে ৪ থেকে ৫ লাখ থাকা উচিত। ব্যবসায়ীদের লাইসেন্স বৃদ্ধি ও নবায়ন নিশ্চিত করতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের অভিযান চালাতে হবে, বিশেষ করে বড় মার্কেটগুলোতে।
মেয়র বলেন, শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সবাইকে নিয়ম-কানুন মানতে হবে। কোচিং সেন্টারসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে রাজস্ব ফাঁকি দিতে দেওয়া যাবে না। একটি ব্যানার বা সাইনবোর্ডের জন্য মাত্র এক-দুই হাজার টাকার কর প্রদানই যথেষ্ট।
তিনি নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, নিয়মিত কর পরিশোধ করলে চট্টগ্রামকে ক্লীন, গ্রীন ও হেলদি সিটিতে রূপান্তর করা সম্ভব হবে। করদাতাদের জন্য স্বস্তিদায়ক ব্যবস্থা নিশ্চিত করা হবে, তবে হোল্ডিং ট্যাক্স ঠিকমত না দিলে শহরের উন্নয়ন ও পরিচ্ছন্নতা প্রভাবিত হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং রাজস্ব বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.