দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের হালদা নদীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে রাউজান উপজেলা মৎস্য বিভাগ ও চট্টগ্রাম নৌ পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৩টা পর্যন্ত রামদাস মুন্সিরহাট থেকে পেশকার হার্ট ব্রিজ পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন এবং হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এএসআই মো. রমজান আলী। এ সময় প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার মিটার চরঘেরা জাল ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এএসআই রমজান আলী গণমাধ্যমকে বলেন, জব্দ করা চরঘেরা জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯২ হাজার টাকা এবং কারেন্ট জালের মূল্য প্রায় ৩০ হাজার টাকা। জালগুলো প্রথমে ক্যাম্পে রাখা হয়। পরবর্তী সময়ে মঙ্গলবার বিকেল ৫টার দিকে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় হালদা নদীতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.