দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় আগুন লেগে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মোক্তার শেখ, শহীদুর রহমান, ফারুক, দুলাল ও হানিফ আলী।
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ড্রিল মেশিন দিয়ে জাহাজ কাটার সময় আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, তা ইঞ্জিন কক্ষের পোড়া মোবিল বা ছড়িয়ে থাকা দাহ্য পদার্থে পড়ে আগুনের সূত্রপাত হয়। এতে আটজন শ্রমিক দগ্ধ হন। ইয়ার্ড কর্তৃপক্ষের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পুলিশ সুপার আরও জানান, কারখানাটিতে প্রায় ২০০ শ্রমিক কর্মরত ছিলেন। এর মধ্যে ১৬০ জন অস্থায়ী শ্রমিক। দুর্ঘটনায় দগ্ধরা সবাই অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
শিল্প পুলিশের তথ্যমতে, গুরুতর দগ্ধ শহীদুর ও ফারুকের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। বাকি ছয়জনের হাত-পায়ে আংশিক দগ্ধ হয়েছে, যাদের শরীরের প্রায় ১০ শতাংশ পুড়েছে। এদের মধ্যে পাঁচজনকে নগরীর মেহেদীবাগে ন্যাশনাল হাসপাতালে এবং তিনজনকে সাগরিকায় গ্রীণ শিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.