দেশচিন্তা ডেস্ক: যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস) এর সভাপতি, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া'র সদরে মুহতামিম ও শাইখুল হাদীস মুফতি হাফেজ আহমদ উল্লাহ সাহেব (রহিমাহুল্লাহ) এর নামাজে জানাযা রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯:০০ টায় আল জামিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন মাওলানার সন্তান মাওলানা কমর উদ্দিন। জানাযায় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা এ দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস শাহ আলম গৌরবপূরী, জামেয়া মঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক মুফতি জসিম উদ্দীন, মুহাদ্দিস কেফায়েত উল্লাহ, আল জামিয়া পটিয়ার মুহতামিম মুফতি আবু তাহের নদভী, জামেয়া জিরির মুহতামিম মাওলানা খুবায়েব সাহেব, নিয়োগপ্রাপ্ত প্রধান মুফতি মাওলানা শামসুদ্দিন জিয়া, ইউনুছিয়া মাদ্রাসা মুহতামিম মাওলানা শাহাবুদ্দিন।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১২ পটিয়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ ফরিদুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনাম, পটিয়া উপজেলা ও পৌরসভার আমীর যথাক্রমে মুহম্মদ জসীম উদ্দিন ও মাষ্টার সেলিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম এর সভাপতি আব্দুর রহিম, পটিয়া উপজেলা সভাপতি মাহবুব উল্লাহ, কলেজ সভাপতি গাজী জুবায়ের, শহর সেক্রেটারী আবু সিদ্দিক প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, তার শূন্যতা কখনোই পূরণীয় নয়। তিনি ছিলেন পটিয়া সহ সমগ্র দেশের জন্য একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। আল্লাহপাক মাওলানার সকল ভুল ত্রুটি ক্ষমা করে যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। তার পরিবারের সদস্যদের এবং শিক্ষার্থী ও সকলকে ধৈর্যধারণ করার তৌফিক দান করুক। আমীন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.