দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ওয়াসার ঠিকাদারদের সতর্ক করে বলেছেন, চসিকের অনুমতি ছাড়া রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সমন্বয় সভায় তিনি বলেন, নগরীতে ওয়াসার সমন্বয়হীন খননের ফলে কোটি কোটি টাকার উন্নয়নকাজ নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের কষ্ট বেড়ে যাচ্ছে। মেয়র আরও বলেন, কোন সড়ক টেন্ডারের আওতায় বা নতুন নির্মাণের জন্য নির্ধারিত, সেখানে অনুমতি ছাড়া কোন খনন কাজ করা যাবে না।
প্রকৌশল বিভাগকে গুরুত্বপূর্ণ এলাকায় ভাঙা রাস্তা ও গর্ত দ্রুত সংস্কার এবং প্রতিটি সড়কে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু ও চিকনগুনিয়া নিয়ন্ত্রণে স্বাস্থ্য ও পরিচ্ছন্ন বিভাগকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মেয়র চসিকের রাজস্ব আদায় বৃদ্ধি ও ট্রেড লাইসেন্স ব্যবস্থা জোরদারের ওপরও গুরুত্ব আরোপ করেছেন। শীঘ্রই ‘আমার চট্টগ্রাম’ অ্যাপ চালু হবে, যেখানে নাগরিকরা ময়লা, রাস্তার গর্তসহ সমস্যার ছবি পাঠিয়ে সরাসরি তথ্য জানাতে পারবে।
সভায় আরও উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.