দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘কনভারজেন্স এন্ড ডাইভারজেন্স বিটউইন কর্পোরেট রিসার্চ এন্ড একাডেমিক রিসার্চ’ শীর্ষক সেমিনার। একাডেমিক রিসার্চ ও ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখানোর জন্য এই সেমিনারের আয়োজন করা হয় ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার। এই সেমিনারে সম্মানিত স্পিকার ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ূব ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সেমিনারে ড. মোহাম্মদ আইয়ূব ইসলাম বলেন, ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ তত্ত্বের জন্ম দেবে, কিন্তু একাডেমিক রিসার্চ জ্ঞানের জন্ম দেবে। এইজন্য ইন্টার্নশিপে শিক্ষার্থীদের দিয়ে একাডেমিক রিসার্চ না করিয়ে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ করাতে হবে। শিক্ষক-শিক্ষিকারা একাডেমিক রিসার্চ করবেন। তবে একাডেমিক রিসার্চ করতে গিয়ে তারা ইন্ডাস্ট্রিকে কনটেক্সট হিসেবে বেছে নেবেন।
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির তাঁর বক্তব্যে এই সেমিনারকে যুগোপযোগী সেমিনার উল্লেখ করে বলেন, শিক্ষক-শিক্ষিকাদের অবশ্যই একাডেমিক রিসার্চ করতে হবে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য। অন্যদিকে ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীদেরকে দিয়ে ইন্টার্নশিপে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ করানো প্রয়োজন। তিনি আরও বলেন, একাডেমি রিসার্চ ও ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এই দুইয়ের মধ্যে সহযোগিতার বিশাল ক্ষেত্র রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে কর্পোরেট সেক্টরের প্রয়োজনীয়তা মাথায় রেখে গবেষণাকে বাস্তবমুখী করে তুলতে হবে।
সেমিনারে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক, মার্কেটিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর সুলতানা রাজিয়া চৌধুরী, ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর রাজীব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর ড. আহসান উদ্দিন, এইচআরএম ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর রহিমা বেগম, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ রকিবুল হোসেন এবং বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.