দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ২৭ হাজার ৬৩৪ জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে চবির অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে নির্বাচন কমিশন।
এতে উল্লেখ করা হয়েছে, রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ১৬ তারিখ পর্যন্ত মনোনয়ন নেওয়া যাবে এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৭ তারিখ বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।
এতে আরও বলা হয়েছে, চাকসু নির্বাচনের মনোনয়ন ফরমের জন্য ৩০০ টাকা এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরমের জন্য ২০০ টাকা নগদ জমা দেওয়া সাপেক্ষে রশিদসহ মনোনয়ন ফরম চাকসু অফিস থেকে সংগ্রহ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.