দেশচিন্তা ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, তুমি কী চাও সেটাই আসল। যে কাজে তুমি দক্ষ, সেটি খুঁজে নাও এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। সবার বিশ্ববিদ্যালয়ে পড়া বা এ প্লাস পাওয়ার প্রয়োজন নেই। প্রত্যেক মানুষের সাফল্যের পথ আলাদা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, পড়াশোনা ভালো না লাগা অপরাধ নয়, কিন্তু ভালো মানুষ হওয়া অপরিহার্য। কেউ রান্নায় ভালো, কেউ ছবি আঁকায় পারদর্শী, কেউ গান গাইতে পারে, এগুলো হতে পারে পেশা। গুরুত্বপূর্ণ হলো নিজের যোগ্যতা ও আগ্রহ খুঁজে বের করা। জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা বা ক্যারিয়ার কেবল সম্ভাবনা নষ্ট করে দেয়।
তিনি বলেন, আমরা যে যাই হই না কেন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী বা অন্যকিছু- অন্তত এমন একজন হতে হবে যার কারণে আরেকজন কষ্ট না পায়। অন্যকে সাহায্য করতে না পারলেও অন্তত ক্ষতি যেন না করি।
পবিত্র আল কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যে কোনো লক্ষ্য অর্জনের জন্য সালাত ও ধৈর্য অবলম্বন করতে হবে। এই দুই শক্তির মাধ্যমেই প্রকৃত সাফল্য সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জিল্লুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ও জারিন আনান।
এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলম, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি ইয়াজ মাহমুদ ও সিন্ডিকেট সদস্য এবি রুপম।
এছাড়া উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেবিদ্বার থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.