দেশচিন্তা ডেস্ক: ওমানের রাজধানী মাস্কাটে নির্মাণাধীন দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী (৫৫)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে মুবেলা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আইয়ুব আলী ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গ্রামের সৈয়দ আহাম্মদ হাজীর বাড়ির মোহাম্মদ রমজান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওমানে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। স্ত্রী-সন্তানদের মধ্যে রয়েছে তিন ছেলে ও এক মেয়ে।
নিহতের ছোট ভাই মোহাম্মদ লিয়াকত আলী জানান, ঠিকাদারি কাজের অংশ হিসেবে কয়েকজন শ্রমিক নিয়ে আইয়ুব ওই দেয়াল নির্মাণ করছিলেন। হঠাৎ দেয়ালটি ভেঙে পড়লে অন্যরা সরে যেতে সক্ষম হলেও তিনি চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, দেয়াল নির্মাণের কাজে আইয়ুবের সঙ্গে তার বড় ছেলে মোহাম্মদ তারেক ও চাচাত ভাই মোহাম্মদ জাফরও ছিলেন। দুর্ঘটনার সময় তারা বেঁচে গেলেও আইয়ুবের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছালে পরিবারে শোকের মাতম নেমে আসে। স্বজনরা ছুটে আসেন বাড়িতে। নিহতের ছোট ভাই জানান, আইয়ুবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.