দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালামের সাথে নবাগত বোর্ড সদস্য, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম,আর আজিম এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠান ২৮ নভেম্বর বিকেল ৩টায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দীন, চউক সদস্য কে.বি.এম.শাহজাহান, চউকের নবাগত সদস্য এম,আর,আজিম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দীন, সিডিএ এর উপ সচিব অমল গুহ, বিপ্লব মিত্র, হাজী সেলিম, শরফুদ্দীন চৌধুরী রাজু, আসহাব রসুল চৌধুরী জাহেদ, আবদুল জলিল চৌধুরী বাহাদুর, আবদুল মালেক, নুরুল আলম মিয়া, আরশাদুল আলম বাচ্চু, সঞ্চয় ভৌমিক কংকন, আবু নাছের চৌধুরী আজাদ, খোরশেদ আহমদ জুয়েল, আলমগীর আলম, মেজবাহ উদ্দীন মোরশেদ, মোসলেম উদ্দীন শিবলী, ইফতেখার উদ্দীন বাবলু, এম,মাহমুদ রনি,কফিল উদ্দীন, রফিকুল আলম বাপ্পি, আবু সাঈদ সুমন প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার বিগত ১০ বছরে যে উন্নয়ন করেছে তা অতীতের কোন সরকার করতে পারেনি। বিগত ১০ বছরে চট্টগ্রামের যে দৃশ্যমান উন্নয়ন সাধন হয়েছে তা চট্টলাবাসীর জন্য গৌরবের। আর চট্টগ্রামের এই উন্নয়ন মহাযজ্ঞের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন চট্টগ্রাম তথা দেশের উন্নয়নকে আরো সমৃদ্ধশালী বর্তমান সরকার তথা স্বাধীনতার স্বপক্ষের সরকারকে পুনরায় মুল্যায়ন করার আহবান জানান। তিনি সকলকে বর্তমান সরকারের উদ্যোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ চট্টগ্রামের সকল উন্নয়ন কর্মকান্ডের সঠিক প্রচার প্রসার করে জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন সদস্য, সাবেক ছাত্রনেতা এম,আর আজিমসহ সকল বোর্ড সদস্যকে নিষ্ঠা, সততা আর দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.