দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) গঠনতন্ত্রে বড় পরিবর্তন এসেছে। বাদ দেওয়া হয়েছে চারটি সহ-সম্পাদকের পদ, আর যুক্ত হয়েছে নতুন চার সম্পাদকীয় পদ। একইসঙ্গে হল সংসদ থেকেও সব সহ-সম্পাদক পদ বাদ দেওয়া হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান চাকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রণয়ন কমিটি পরিবর্তন-পরিমার্জনের সিদ্ধান্ত নেয়। উপাচার্যের অনুমোদনক্রমে সংশোধিত গঠনতন্ত্র বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ড. কামাল উদ্দিন জানান, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক-সহ-সম্পাদকের জায়গায় এখন দুটি আলাদা পদ রাখা হয়েছে ‘সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক’ এবং ‘আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক’। এছাড়া আরও তিনটি নতুন পদ যুক্ত হয়েছে ‘পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক’, ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক’ এবং ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক’। যদিও কাঠামোতে পরিবর্তন এসেছে, মোট পদসংখ্যা ২৮-এই থাকছে।
সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, খেলাধুলা সম্পাদক ও সহ-সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক ও সহ-সম্পাদক, দপ্তর সম্পাদক ও সহ-সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক ও সহ-সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, ছাত্রী কল্যাণ সম্পাদক ও সহ-সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত), স্বাস্থ্য সম্পাদক, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য।
হল সংসদের পদসমূহ
সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, খেলাধুলা সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজসেবা-পরিবেশ ও মানবাধিকার সম্পাদক, বিজ্ঞান-গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, স্বাস্থ্য সম্পাদক, রিডিংরুম-ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য।
প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে। এবার ভোটার তালিকায় নাম রয়েছে ২৫ হাজার ৮৬৬ জন শিক্ষার্থীর। রোববার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.