ফারুকুর রহমান বিনজু, পটিয়া প্রতিনিধি :
পটিয়ায় গতকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বিগত দুবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে পটিয়াস্থ সহকারী রিটার্নিং অফিসার ইউএনও হাবিবুল হাসানের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় তার সাথে ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ’লীগ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ডা. তিমির বরণ চৌধুরী, বিজন চক্রবর্ত্তী, আবদুল খালেক, আইয়ুব বাবুল প্রমুখ। মনোনয়ন পত্র দাখিল শেষে সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, বিগত দুই মেয়াদে পটিয়ায় ২ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। যার ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি তাকে পটিয়া আসনে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি আমাকে মনোনয়ন দিয়ে পটিয়ার অসম্পূর্ণ উন্নয়ন কাজ সমাপ্ত করার যে সুযোগ দিয়েছেন তা কাজে লাগাতে ৩০ ডিসেম্বর নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এছাড়াও বিএনপি থেকে গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল, এনামুল হক এনাম, ইসলামী ফ্রন্ট থেকে এম.এ মতিন, জাতীয় পার্টি থেকে নুরুচ্ছফা সরকার, বাম দলীয় জোট থেকে স.ম ইউনুচ, ইসলামিক ফ্রন্ট থেকে মুহাম্মদ মইন উদ্দিন চৌধুরী মনোনয়ন পত্র দাখিল করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.