দেশচিন্তা ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘ডাকসু নির্বাচনে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ছাড়েই সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন সম্ভব।’
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরিশাল জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংসদীয় আসন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) এর উন্নয়ন ও সমসাময়িক বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ফুয়াদ বলেন, ‘জগন্নাথ হলে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদে সাদিকের ১০ ভোট প্রমাণ করে আওয়ামী লীগের সমর্থনে শিবির জয়ী হয়নি, বরং উল্টো ছাত্রদল ও বাম সমর্থিত প্যানেলের প্রার্থীরাই ভোট বেশি পেয়েছে। এজন্য এই নির্বাচনকে কোনো ফ্রেমে ফেলা যাবে না যে, ডাকসু নির্বাচনে ইসলামপন্থি বা মৌলবাদীদের জয় হয়েছে।’
তিনি বলেন, ‘এই নির্বাচনে বিভিন্ন প্যানেল ও প্রার্থীকে পছন্দ না করায় অনেকগুলো ‘না’ ভোট শিবির সমর্থিত প্যানেলে জমা হয়েছে। এজন্য প্রার্থী বাছাইয়ে শিক্ষার্থীরা কোনো মতাদর্শ দেখেনি বরং দেখেছে কাকে ভোট দিলে ক্যাম্পাস অস্থিতিশীল হবে না, তারা নিরাপদ থাকবে, কোনো ট্যাগিং রাজনীতি হবে না।’
তার মন্তব্য, ‘ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য শিক্ষণীয়।’ অতীতের তুলনায় এবারের ডাকসু নির্বাচন শ্রেষ্ঠ নির্বাচন বলেও মত তার।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ বরিশালের মুলাদী ও বাবুগঞ্জ থানার মীরগঞ্জ সেতু নির্মাণ ও শতাধিক সড়ক ও স্কুল সংস্কারে চলমান কাজে এবি পার্টির অবদানের কথা তুলে ধরেন।
বরিশাল জেলা ও মহানগর সদস্যসচিব জি এম রাব্বী, যুগ্ম-আহ্বায়ক সুজন তালুকদার, যুগ্ম সদস্যসচিব তানভির আহমেদ, যুগ্ম সদস্যসচিব রায়হান উদ্দিন, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সদস্য নাজমুল খান, শোভনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.