দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ (১১ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১১:৩০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এরপর শপথগ্রহণকারী প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন নির্বাচন কমিশনারের সদস্য চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, চাকসু পরিচালক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. রুমানা আক্তার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব এবং নির্বাচন কমিশনার ও সদস্য সচিব শহীদ আবদুর রব হলের প্রভোস্ট প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকীকে শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.