দেশচিন্তা ডেস্ক: সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামানের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম রেজা মনিপাড়া ও কারিগর পাড়ার ১১৭টি পরিবার সুপেয় পানি পাচ্ছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ বাস্তবায়ন প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাছান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিনসহ খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পরিষদের সদস্য।
চলতি বছরের ২৯ মার্চ সেনাবাহিনী প্রধান রেজামনি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সুপেয় পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন, যা পরে বাস্তবায়িত হয়।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার পাশাপাশি পাহাড়ে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকে রেজামনিপাড়া এবং কারিগরপাড়া এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশুদ্ধ খাবার পানি সরবারহ করা।
তিনি আরও বলেন, আগামীতেও পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম চলতে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.