দেশচিন্তা ডেস্ক: খতমে কোরআন, মিলাদ মাহফিলসহ নানা আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে সম্মেলন কক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ.এফ. এম মোদাচ্ছের আলী, হাফেজবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ প্রশাসনিক কর্মকর্তারা।
সকালে খতমে কুরআন দিয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ)’র কর্মসূচি শুরু হয় এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সাউদার্ন ইউনিভার্সিটির প্রয়াত ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের আত্মার মাগফেরাত কামনা, দেশ, প্রতিষ্ঠানের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক শিক্ষা বিভাগের শিক্ষক মুহাম্মদ মুহিউদ্দিন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.