দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসা গবেষণা ব্যুরো এর আয়োজনে ব্যবসার ভবিষ্যৎ: উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী (১১-১২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সম্মেলন আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হবে। এই বৈশ্বিক একাডেমিক সমাবেশ উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
উক্ত আন্তর্জাতিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইউনিভার্সিটি অব জর্জিয়া এর প্রফেসর ড. নরম্যান কেনেথ সোয়াজো। এতে ধন্যবাদসূচক বক্তব্য রাখবেন চবি ব্যবসা গবেষণা ব্যুরো (BBR) এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুর রহমান।
১২ সেপ্টেম্বর, ২০২৫ রেডিসন ব্লু বে ভিউ, চট্টগ্রাম এ অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন সোনালী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী, চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. কামাল উদ্দিন।
ধন্যবাদসূচক বক্তব্য রাখবেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদ ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.