দেশচিন্তা ডেস্ক: কাপ্তাই কৃত্রিম হ্রদ থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে সাড়ে ৩ ফুট উচ্চতায় পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়েছে।
এতে বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে ফেরির ওপর নির্ভরশীল দুই পাড়ের যাত্রী ও যানবাহন চরম দুর্ভোগে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বুধবার সকাল সাড়ে ৯টায় মুঠোফোনে সময় সংবাদকে বলেন, ‘স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে পানি ছাড়ার কারণে প্রবল স্রোত সৃষ্টি হয়েছে। তাই বুধবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে।’
সকাল সাড়ে ৯টার দিকে চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, নদীর দুই পাশে কয়েকটি যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এ সময় যাত্রী অথৈই মং, রাইখালী বাসিন্দা সেলিম বাপ্পা, রাজস্থলীর আজগর ও রাঙ্গুনিয়া এলাকার ব্যবসায়ী গিয়াস উদ্দিন জানান, ‘প্রাকৃতিক কারণে এ নৌ-রুটে প্রায়ই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে এখানে একটি সেতু নির্মাণের দাবি জানানো হলেও বাস্তবায়ন হয়নি। সেতু হলে দুর্ভোগ অনেকটাই কমবে।’
ফেরির ইনচার্জ মো. শাহজাহান ও ফেরিচালক মো. সিরাজ বলেন, ‘কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে পানি ছাড়ায় নদীতে প্রচণ্ড স্রোত তৈরি হয়েছে। তাই বুধবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে স্রোত কমলেই ফেরি চালু করার চেষ্টা করা হবে।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.