দেশচিন্তা ডেস্ক: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ৪১তম একাডেমিক কাউন্সিলের সভা গতকাল ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল ৩টায় স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, অধ্যাপক মহিউদ্দিন খালেদ, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিজয় শংকর বড়ুয়া এবং সকল বিভাগের বিভাগীয় প্রধানগণসহ অন্যান্যরা।
সভায় সামার সেমিস্টার ২০২৫ ও ফল সেমিস্টার ২০২৫ এর শিক্ষার্থীদের এডমিশন ও এনরোলমেন্ট রিপোর্ট অনুমোদন, ফল ২০২৪ এর স্নাতক ও স্নাতকোত্তর গ্র্যাজুয়েট লিস্ট অনুমোদন, স্নাতক এবং স্নাতকোত্তর উভয় প্রোগ্রামের একাডেমিক অধ্যাদেশের সংশোধিত কপি অনুমোদন, স্নাতক এবং স্নাতকোত্তর উভয় প্রোগ্রামের পরীক্ষার নিয়মের সংশোধিত কপি অনুমোদন, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল ( BAC ) এবং বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ( BAETE ) এর প্রয়োজনীয়তা অনুসারে সাউদার্ন ইউনিভার্সিটির বিভিন্ন নীতি বিবেচনা , এপ্রিল ২০২৫ থেকে এখন বর্তমান পর্যন্ত আইকিউএসি ( IQAC ) কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন, , BAC এবং BAETE দ্বারা নির্দেশিত প্রোগ্রামের স্বীকৃতি সম্পর্কে অগ্রগতি সহ একাডেমিক বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয় এবং গত ৪০তম সভার সিদ্ধান্ত সমূহ অনুমোদনসহ বিভিন্ন বিভাগের একাডেমিক সভার গৃহিত প্রস্তাবগুলো পাশ হয়।
সবার সম্মিলিত প্রচেষ্টায় গুণগত ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে সাউদার্ন ইউনিভার্সিটি এগিয়ে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.