দেশচিন্তা ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা শেষ হয়েছে আগেই। তবে তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরকে বড় ব্যবধানে হারিয়ে শেষটা অন্তত রাঙাতে পেরেছে বাংলাদেশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মোরসালিন-ফাহামেদুলরা।
এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার সুযোগ আগেই হারিয়েছে বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচ হেরেই বিদায় নিশ্চিত হয়েছে লাল-সবুজের দলের। আজ ছিল সিঙ্গাপুরের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ। জ্বলে ওঠার জন্য যেনো এই ম্যাচকেই বেছে নিয়েছিলেন মোরসালিনরা। ভিয়েতনামে সিঙ্গাপুরের জালে চারটি গোল দিয়েছে বাংলাদেশ। ম্যাচটি জিতে নিয়েছে ৪-১ গোলে।
গোলশূণ্য প্রথমার্ধের পর খেলার ম্যাচের ডেডলক ভাঙে দ্বিতীয়ার্ধে। ৭০ মিনিটে প্রথম গোল করেন ফাহামিদুল ইসলাম। বাংলাদেশের জার্সিতে এটাই ইতালি প্রবাসী এ ফুটবলারের প্রথম গোল। এর দুমিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জাতীয় দলের ফরোয়ার্ড আল আমিন।
মাঝমাঠ থেকে লং বলে দেয়া ক্রস রাইট উইংয়ে পান আল আমিন। সিঙ্গাপুরের ডিফেন্ডার ও গোলকিপারকে শটের ডামি করে পরের শটে বল জালে জড়ান আল আমিন। ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
৭০ থেকে ৮০ মিনিট- ম্যাচের এই সময়ের মধ্যেই সিঙ্গাপুরের উপর দিয়ে যেন ঝড় বইয়ে দেয় বাংলাদেশ দল। মোহসিন আহমেদ ৮০ মিনিটে করেন তৃতীয় গোলটি। এরপর ধিনায়ক শেখ মোরসালিন করেন চতুর্থ গোল।
প্রথম দুই ম্যাচে ভিয়েতনাম ও ইয়েমেনের কাছে হেরে যাওয়ায় আজকের জয়ে কোন লাভ হচ্ছে না। বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.