দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়িতে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআবি যৌথভাবে এই আয়োজন করে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি বেলা রাণী দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
বক্তারা বলেন, দেশের মানুষের সেবা নিশ্চিত করতে হলে স্বচ্ছতা জবাবদিহীতা নিশ্চিত করে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ করতে হলে ঐক্যমতের ভিত্তিতে জবাবদিহীতা নিশ্চিত করতে পারলেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব বলে উল্লেখ করেন বক্তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মো. সাবের, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. সরাফত হোসেন, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা, জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক বাছিরুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সনাক সদস্য সাংবাদিক জহুরুল আলম প্রমুখ।
আয়োজিত কর্মশালায় স্থানীয় প্রশাসন ও সেবাদানকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা এতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.