দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারে চাকরির আশ্বাস দেখিয়ে টেকনাফ আনার পর সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারকালে বাংলাদেশি দুই কিশোরকে উদ্ধার এবং মো. রাসেদ (১৮) নামে পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
আটক মো. রাসেদ উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৩ ব্লকের বাসিন্দা ছৈয়দ আলমের ছেলে। ক্যাম্পে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক বলে তথ্য দিয়েছে বিজিবি।
উদ্ধাররা হলেন: কক্সবাজার শহরের লালদীঘি পাড় এলাকার আইয়ুব খানের ছেলে মো. মাহিম (১৫) এবং একই এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. সোহেল (১৬)।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, ‘সম্প্রতি টেকনাফ সীমান্তে সংঘবদ্ধ মানব পাচারকারীদের একটি চক্র গড়ে উঠেছে। এই খবরে বিজিবি সীমান্তে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করে। সোমবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত দিয়ে মানবপাচার হওয়ার তথ্য পায় বিজিবি। পরে বিজিবি সদস্যরা কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বাংলাদেশি ২ কিশোরকে উদ্ধার এবং ঘটনায় জড়িত অভিযোগে বাস্তুচ্যুত হয়ে আশ্রিত এক রোহিঙ্গাকে আটক করা হয়।’
আটক ব্যক্তি সংঘবদ্ধ মানব পাচারকারি চক্রের সক্রিয় সদস্য বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
লে. কর্নেল আশিকুর জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা এবং উদ্ধার হওয়াদের স্বজনদের কাছে হস্তান্তরে আইনি ব্যবস্থা নিতে রাতে টেকনাফ থানায় পৌঁছানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.