দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ দিন আজ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের বিভাগের অফিসে আপত্তি জানাতে পারবেন।
চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী জানান, আজ বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের বিভাগের অফিসে আপত্তি জানাতে পারবেন। আগামীকাল বুধবার বিভাগগুলো থেকে আমাদেরকে আপত্তিগুলো জমা দিলে আমরা আপত্তিগুলো যাচাই-বাছাই কওে ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবো।
তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকায় আপত্তি জানানোর শেষ সময় গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত থাকলেও নির্বাচন কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত করা হয়। এর আগে গত ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হন ২৫ হাজার ৮৬৬ শিক্ষার্থী। প্রকাশিত তালিকাটি বিশ্ববিদ্যালয়ের সব হল, বিভাগ ও ইনস্টিটিউটের নোটিশ বোর্ডেও টানানো হয়েছে। আগের খসড়ায় (২৮ আগস্ট ঘোষিত) ভোটার সংখ্যা ছিল ২৫ হাজার ৭৫২ জন। নতুন তালিকায় যুক্ত হয়েছেন আরও ১১৪ শিক্ষার্থী।
ঘোষিত সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ সমাপ্তির পরপরই শুরু হবে গণনা।
৩৫ বছর পর চাকসু নির্বাচন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। নিয়ম অনুযায়ী প্রতিবছর নির্বাচন হওয়ার কথা থাকলেও ৩৫ বছর ধরে তা স্থগিত রয়েছে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে আচরণবিধিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে হঠাৎ ঘটে যাওয়া সহিংসতায় শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা আর হতাশা তৈরি হয়েছে। নির্বাচনী উচ্ছ্বাসের জায়গা এখন নিয়েছে নিরাপত্তাহীনতা ও অস্থিরতার ছাপ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.