দেশচিন্তা ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা নেওয়া হচ্ছে আজ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টানে প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করা হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে নমুনা দিতে বলা হয়েছে।
সোমবার রাতে জাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান ও সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২ সেপ্টেম্বর জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার জানান, জাকসু নির্বাচনে সব প্রার্থীকে বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে দু-এক দিন সময় দিয়ে টেস্ট করা হবে। প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ডোপ টেস্ট করাতে পারবেন।
জাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে কেউ যেন মাদকাসক্ত না থাকে সেটা নিশ্চিত করতেই প্রার্থীদের বাধ্যতামূলকভাবে ডোপ টেস্টের দাবি জানিয়েছিলেন কয়েকজন প্রার্থী ও শিক্ষার্থী। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাকসুতে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৯ জন। শীর্ষ দুই পদ সহ-সভাপতিতে (ভিপি) ১০ জন এবং সাধারণ সম্পাদকে (জিএস) ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.