নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওঁচিয়া ইউনিয়নে এক যুবককে হত্যার ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসীসহ স্থানীয় জনসাধারণ। হত্যায় মামলার প্রধান আসামী পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী শহিদুল ইসলামের চাকুরীচ্যুতি ও তার ফাঁসির দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদীঘি বাজারে ছড়ারকুলবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ই সেপ্টেম্বর শনিবার সাতকানিয়া উপজেলার এওচিয়ার ছড়ারকুলের দিনমজুর নুরুল কবিরকে একই এলাকার কিছু দুর্বৃত্তরা কিরিচ দিয়ে কুপিয়ে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেন।
এই ঘটনায় সাতকানিয়া থানায় নিহতের চাচাত ভাই নেজাম উদদীন বাদী হয়ে ৯জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
ঘটনায় ৪৮ঘন্টা পার হয়ে গেলেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় এলাকাবাসী ক্ষোভে ফুঁসছে।
এবিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, আসামীদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। খুব দ্রুতই আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবো।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.