দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, হযরত মুহাম্মদ (সাঃ) মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো সর্বশ্রেষ্ঠ রহমত, পথপ্রদর্শক ও সর্বোত্তম আদর্শ। তাঁর দেখানো পথ অনুসরণ করলে দুনিয়া ও আখেরাত উভয় জীবনে শান্তি, সমৃদ্ধি ও মুক্তি লাভ হয়। মহানবী (সা:) এর অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এমনকি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নীতিও আমাদের জন্য এক অনন্য তুলনাহীন আদর্শ। তাঁর আদর্শ মানুষের সকল কল্যাণের মূল। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবীর আদর্শ অনুসরণ ও অনুকরণের মাধ্যমে জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছার তাওফিক দান করুন।
শনিবার (০৬ সেপ্টেম্বর) বাদে এশা বায়েজীদ থানাধীন হাজী পাড়া এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আশেকানে আউলিয়া ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনায় আশেকানে আউলিয়া দরবার শরীফের উদ্যোগে আয়োজিত ১২দিন ব্যাপি মিলাদ মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন আশেকানে আউলিয়া দরবার শরীফের সাজ্জাদশীণ অধ্যক্ষ মুহাম্মদ রিদওয়ানুল হক হক্কানী (ম.জি.আ)। মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনী নিয়ে বয়ান করেন দেশবরেণ্য আলেম-ওলামাগণ। এছাড়াও মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.