বিনোদন নিউজ ডেস্ক:
‘চট্টগ্রাম কবিতার শহর’ এই প্রতিপাদ্য নিয়ে তিনদিনের কবিতা উৎসব চলছে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে। বাচিক শিল্প চর্চার সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ আয়োজিত এ উৎসবের গতকাল শুক্রবার ছিল দ্বিতীয় দিন।
দ্বিতীয় দিনে ছিলো দিনব্যাপী নানা আয়োজন। এদিনে অনুষ্ঠান শুরু হয় আজ ২৩ নভেম্বর সকাল ১১ টায়। সকালের আয়োজনে ছিল তারুণ্যের উচ্ছ্বাসের সদস্য সম্মিলন। এতে সংগঠনের নবীন ও পুরোনো সদস্যরা অংশ নেন।
বিকেল ৩.৩০ টায় শিল্পকলা থেকে বের হয় ‘কবিতার মিছিল’ শিরোনামের শোভাযাত্রা। জাতীয় পতাকা, রঙিন ফেস্টুন ও কবিতার নানা প্লেকার্ড হাতে বর্ণিল শোভাযাত্রাটি শিল্পকলা হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলায় এসে শেষ হয়। মঞ্চের আয়োজনে শুরু হয় বিকাল ৪.৩০ টায় তারুণ্যের উচ্ছ্বাসের বৃন্দ আবৃত্তি ‘মিছিল’ পরিবেশনার মধ্য দিয়ে। এরপর মঞ্চে ছিল কথামালা এবং উৎসব স্মারক সংকলন প্রকাশ। তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি কবি ভাগ্যধন বড়–য়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী সুমন্ত্র সেনগুপ্ত, কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ জোবায়ের, বাংলানিউজটুয়েন্টিফোরডটকম ব্যুরো প্রধান তপন চক্রবর্ত্তী এবং সংস্কৃতিজন ডা: মো আলী আজগর চৌধুরী।
দ্বিতীয় দিনের আবৃত্তিতে অংশ নেন সুমন্ত্র সেনগুপ্ত (কোলকাতা), অনন্যা চৌধুরী, মাইনুল আজম চৌধুরী, রেখা নাজনীন, জেবুন নাহার শারমিন, সঞ্জিব বড়ুয়া, শান্তনু বিশ্বাস, মো: সেলিম ভূইয়া, জলি চৌধুরী, আরমান হাফিজ, শাহরীয়ার তানজিম, সুষ্মিতা দত্ত, অরিত্রি চৌধুরী, মৌ দত্ত এবং খাদিজা বেগম।
কবিতাপাঠ করেন কবি ওমর কায়সার, জিললুর রহমান, ফরিদা ইয়াসমীন সুমী, শামীম হাসান, অভীক ওসমান, কামরুল হাসান বাদল, বিশ্বজিৎ চৌধুরী, মনিরুর মনির, সাথী দাশ, ফারহানা আনন্দময়ী, অনুপমা অপরাজিতা, আকতার হোসাইন, আজিজ কাজল, খালেদ হামিদী, হাফিজ রশিদ খান ও মানজুর মুহাম্মদ। ছড়াপাঠ করেন ছড়াকার অরুণ শীল, লিটন কুমার চৌধুরী, জসীম মেহবুব এবং রমজান আলী মামুন।
আজ উৎসবের সমাপনী দিন ২৪ নভেম্বর শনিবারের আয়োজন সাজানো হয়েছে ভিন্নভাবে। এদিন থাকছে দুইটি নিবেদিত পরিবেশনা। বিকেল ৫টায় থাকছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ এবং আবৃত্তিশিল্পী সোহেল আনোয়ারের সঞ্চালনায় সদ্যপ্রয়াত আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতকে নিবেদন করে তাঁর প্রিয় কবিতাগুলো নিয়ে পরিবেশনা ‘অবনী, বাড়ী আছো?’। সন্ধ্যা ৭টায় থাকছে মুক্তিযোদ্ধা ও সাহিত্যিক রমা চৌধুরীর জীবনভিত্তিক লেখা নিয়ে সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বিশেষ পরিবেশনা ‘একাত্তরের জননী’। এই দুইটি পরিবেশনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের বিশিষ্ট আবৃত্তিশিল্পীরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.