দেশচিন্তা ডেস্ক: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাঁচাবাজারে আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই মার্কেটের অন্তত অর্ধশত দোকান ও মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, চান্দনা চৌরাস্তায় শাপলা ম্যানশনের পেছনে কাঁচা বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে গাজীপুর, ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে শুরুতে পানির স্বল্পতা ও প্রচন্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়।
পরে পাশের পুকুর ও শাপলা ম্যানশন থেকে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন ৭ টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিং চলছে। তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের দাবি, আগুন লেগে মুদি- মনোহারি, কাঁচা সবজির বাজারসহ অন্তত শতাধিক দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী কিতাব আলী বলেন, রাতে দোকান বন্ধ করার সময় ৫০ হাজার টাকা খুচরা রেখে যাই। সকালে খবর পাই দোকানে আগুন লেগেছে। দোকানের কাছে গিয়ে কোন কিছুই বের করতে পারি নাই।
অশ্রু সজল চোখে তিনি বলেন, চোখের সামনে লাখ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই করতে পারি নাই।
অপর এক পাইকারি ব্যবসায়ী বলেন, মাসের শুরুতে দোকানে ডাল, মসলাসহ বিভিন্ন ধরনের মালামাল লোড করেছিলাম। এখন আগুনে সব শেষ হয়ে গেল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.