দেশচিন্তা ডেস্ক: পর্যটকদের টার্গেট করে ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে অনিরাপদ হয়ে উঠেছিল কক্সবাজারের কটেজ জোন। এলাকাটিকে অপরাধমুক্ত করতে ট্যুরিস্ট পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের ১২ নম্বর ওয়ার্ডে কয়েকটি আবাসিক কটেজ ও হোটেলে তল্লাশি চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৩ জন তরুণ-তরুণীকে আটক করা হয়।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ গণমাধ্যমকে বলেন, সম্প্রতি কটেজ জোনে ছিনতাই ও হত্যাকাণ্ডসহ নানা অপরাধ ঘটেছে। এছাড়াও এখানে পর্যটকরা নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পেয়েছি।
তিনি জানান, কক্সবাজারকে পর্যটকদের জন্য নিরাপদ রাখতে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না, কটেজ জোন অপরাধমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.