আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৩

দেশচিন্তা ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার মঈন উদ্দিন পেট্রোল পাম্পের পেছনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের মৃত মিন্টু মিয়ার ছেলে ইকবাল হোসেন প্রকাশ হাসান (৩৫), জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের শরীফুল ইসলাম সম্রাট প্রকাশ মো. সম্রাট (২৫) ও করেরহাট ইউনিয়নের সামনের খিল গ্রামের মৃত হারুনের ছেলে মো. রিফাত (২৫)।

এসময় তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৮/১০ জন ডাকাত পালিয়ে যায়। তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম, ২টি চাপাতি, ৩টি ছোরা, ২টি চাইনিজ কুড়াল, ১টি রামদা, ১টি এসএস পাইপ, ১টি লোহার সাবল, ১টি লোহার কুড়া বারি, ১টি লোহা কাটার উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত্রিকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সোনাপাহাড় মঈন উদ্দিন পেট্রোল পাম্পের পেছনে অভিযান পরিচালনা করেন। এসময় ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. ইকবাল হোসেন প্রকাশ হাসানের বিরুদ্ধে থানায় ১৮টি মামলা রয়েছে এবং ২টি গ্রেফতারি পরোয়ানা আছে। আসামি শরীফুল ইসলাম সম্রাট প্রকাশ ৬ মামলার আসামি এবং ৩ মামলা গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এসময় কয়েকজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতি প্রস্তুতির অপরাধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ