দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা এলাকায় রেশমা আকতার (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৭ নম্বর ওয়ার্ড এলাকার নুর হোসেনের বাড়িতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় আহত অবস্থায় রেশমার স্বামী মোহাম্মদ ইব্রাহিমকে (১৯) উদ্ধার করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, নিহত রেশমা নোয়াখালী মাইজদী এলাকার মৃত ইউসুফের কন্যা। ২০২৪ সালে প্রেমের সম্পর্কে সিলেট এলাকার মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে ৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। গত ২০ আগস্ট স্বামী-সন্তানকে নিয়ে কর্ণফুলী উপজেলায় ফুফুর ভাড়া বাসায় বেড়াতে আসেন রেশমা।
নিহতের ফুফি পিয়ারা বেগম বলেন, আমরা স্বামী-স্ত্রী দুজনই চাকরি করি। গত ২০ আগস্ট স্বামী-সন্তানকে নিয়ে আমার ভাড়া বাসায় বেড়াতে আসে তারা। আমাদের একটি কক্ষ তাদের থাকতে দিই। প্রতিদিনের ন্যায় সকালে চাকরিতে চলে যাই আমরা। তার ৮ মাসের কন্যা সন্তান আমার ছেলে-মেয়েকে রাখতে দিয়েছিল তারা। বিকেলে ঘরে এসে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। ঘরের রশিতে ঝুলছিল ভাতিজির স্বামী। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের টিন কেটে তাকে উদ্ধার করি। অন্য একটি কক্ষে আমার ভাতিজির গলাকাটা লাশ দেখতে পাই।
পিয়ারা বেগম স্বামী মোহাম্মদ সবুজ বলেন, গত কয়েকদিনে একবারও তাদের ঝগড়াঝাটি করতে দেখিনি আমরা। বন্ধ ঘরের মধ্যে নিজের স্ত্রীকে গলা কেটে জবাই করে সে আত্মহত্যার চেষ্টা করেছিল। আমরা ঘরের টিন কেটে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কেন যে এখানে এসে এই ঘটনা ঘটালো বুঝতে পারছি না।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফগণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আহত স্বামীকেও হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.