ঋতিল মনীষা
তোমাকে দেখলে মনে হয় ফিরে আসবে সময়
কিংবা প্রেম ছিল গভীর কেবল সময়ের সাথে
অতলস্পর্শ কথা বলে উঠলেই নিরব আমি
সাইবেরিয়ান বরফ পাহাড়ে হাতুড়ি পেটাই নিস্তব্ধে।
চেনা হৃদয়ের উষ্ণতায় সেই দিনও স্তব্ধ ছিল মুহুর্ত
তোমার ভাবনার মাঝে অচেতন ঘুম অনায়াসে
জাগালো ভোর শিশিরের মত চোখের পাতায়
চাতক মেঘে সারারাত গচ্ছিত রেখে ডানাওয়ালা পাখি
সুতীব্র আকাঙ্খাকে নিজরূপে জেনে উড়ে অভিভূত প্রণয়
অনন্ত শূন্যতার কোন বন্ধন বা মুক্তি নেই!
এইসব ছুঁয়ে থাকা অবাক অতীতে তুমি জেনেছো প্রিয় আহ্লাদী চাঁদ
আমাদের অতিক্রম করে স্বপ্নের ভেতর চলে যায় সংকল্প
অধীর গোধূলি বেলায় আমরা পান করেছি মধুফুলের নির্যাস
সারাদিন খুঁটে খাওয়া মাছরাঙা পাখির নীরদ পিপাসায়!
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.