দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম কবিতার শহর। কবিতার শহরে গতবছরের ধারাবাহিকতায় এবারো বর্ণিল অনুষ্ঠানমালায় শুরু হয়েছে তিনদিনের কবিতা উৎসব। আজ ২২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে বাংলাদেশের অন্যতম বাচিক শিল্প চর্চার সংগঠন ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’- শ্লোগানে এ উৎসবের উদ্বোধন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক আজাদীর সম্পাদক এম.এ.মালেক।
উদ্বোধনের পর ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ শিরোনামের উদ্বোধনী বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা। এর পর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা সাহিত্যিক রমা চৌধুরী এবং আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের প্রতিকৃতিতে। উল্লেখ্য তিনদিনের এ কবিতা উৎসব তাঁদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।
উদ্বোধকের বক্তব্যে এম.এ.মালেক বলেন, ‘কবিতা সবসময় সত্য ও সুন্দরের কথা বলে। কবিতার শক্তি অসাধারণ। আর কবিতার লাইনগুলো আবৃত্তিকারেরা যখন সাধারণের কাছে তাদের কন্ঠ দিয়ে তুলে ধরেন তখন আসলে তারা শুধু কবিতাই নয়, সত্য ও সুন্দরকেও তুলে ধরেন। তাই সুন্দরের চর্চা ও সত্যের চর্চা যতো ছড়িয়ে যাবে সমাজ ও জীবন শুদ্ধ হতে তা আরও বেশী ইতিবাচক ভূমিকা রাখবে।’
তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যন মফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের দ্বিতীয় সচিব শুভাশীষ সিনহা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, আইইবির সাবেক সভাপতি ইঞ্জি দেলোয়ার হোসেন মজুমদার এবং জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ভাগ্যধন বড়ুয়া।
প্রথম দিনে আবৃত্তিতে অংশ নেন প্রণব সাহা (ত্রিপুরা), আসাদ উজ্জ্বল, শাওন পান্থ, রেহানা পারভীন রীমা, ইয়াসির সিলমী, ইকবাল হোসেন জুয়েল, গৌতম চৌধুরী, এ.এসএম এরফান, সাবের শাহ, শারমিন মুস্তারী নাজু, রণধীর দে, সাদিয়া চৌধুরী, ইমাম হোসাইন, গার্গী দেব।
কবিতাপাঠ করেন আশিষ সেন, আলী প্রয়াস, এজাজ ইউসূফী, খালিদ আহসান, জয়ন্ত জিল্লু, পুলক পাল, ফাউজুল কবির, বিজন মজুমদার, রিজোয়ান মাহমুদ, শেখর দেব, সেলিনা শেলী, নাজিমুদ্দীন শ্যামল, রিমঝিম আহমেদ, ইউসুফ মুহাম্মদ, মোজাম্মেল মাহমুদ, শাহীদ হাসান,
হোসাইন কবির। ছড়াপাঠ করেন রাশেদ রউফ, আকতারুল ইসলাম, আফম মোদাচ্ছের আলী, আবুল কালাম বেলাল, এমরান চৌধুরী, বিপুল বড়–য়া। এদিন তারুণ্যের উচ্ছ্বাস শিশু বিভাগ পরিবেশন করে ‘কাজলা দিদি’ শিরোনামের বৃন্দ আবৃত্তি।
উৎসবের দ্বিতীয় দিন আগামীকাল ২৩ নভেম্বর শুক্রবার আয়োজন শুরু হবে সকাল ১১ টা থেকে। সকালে রয়েছে তারুণ্যের উচ্ছ্বাস সদস্যদের মিলনমেলা। এদিন বিকেলে রয়েছে কবিতার মিছিল শিরোনামের শোভাযাত্রা। বিকেলের আয়োজনে তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী সুমন্ত্র সেনগুপ্ত, কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ জোবায়ের, বাংলানিউজটুয়েন্টিফোরডটকম ব্যুরো প্রধান তপন চক্রবর্ত্তী এবং সংস্কৃতিজন ডা: মো আলী আজগর চৌধুরী। উল্লেখ্য, চারদিনের এ বর্ণিল উৎসবে প্রায় শতাধিক কবি, ছড়াকার ও আবৃত্তিশিল্পীরা মঞ্চের বিভিন্ন একক ও সমবেত পরিবেশনায় অংশ নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.