দেশচিন্তা ডেস্ক: এশিয়া কাপের আগে দারুণ এক সাফল্য পেল বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় নিশ্চিত করল টাইগাররা। তাও এক ম্যাচ হাতে রেখেই। আসন্ন টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতেই তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। আর তাতে ভালোভাবেই পাস করল লিটন দাসের দল। ডাচদের দেওয়া ১০৪ রানের ছোট লক্ষ্য ৪১ বল হাতে রেখে ৯ উইকেটেই পেরিয়ে যায় লাল-সবুজের দল। এটি নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে টানা তিন সিরিজ জিতল বাংলাদেশ, এর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানকেও সিরিজ হারিয়েছেন লিটনরা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার শুরুটা করেছিলেন ভালোই। ডাচ বোলাররা কিছুটা চ্যালেঞ্জ জানালেও শেষ পর্যন্ত তারা বাধা হয়ে দাঁড়াতে পারেননি। পারভেজ ইমন ও তানজিদ তামিম মিলে উদ্বোধনী জুটিতে গড়েন ৪০ রানের জুটি। ২১ বলে ২৩ রান করে ইমন আউট হলেও তামিম শেষ পর্যন্ত পেয়েছেন নিজের ফিফটির দেখা।
দলীয় ৪০ রানে ইমন আউট হওয়ার পর লিটনের সঙ্গে অপরাজিত ৬৪ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন তামিম। ৩৯ বলে ফিফটি করা এই ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৪ রান। অপরপ্রান্তে লিটন অপরাজিত ছিলেন ১৮ বলে ১৮ রান করে।
এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম দুই ওভারে ১৪ রান সংগ্রহ করেছিল নেদারল্যান্ডস। তবে তৃতীয় ওভারেই সাজঘরের পথ ধরতে হয় ওপেনার ম্যাক্স ওদাউদকে।
সিরিজের প্রথম ম্যাচে দলে ছিলেন না নাসুম আহমেদ। রিশাদ হোসেনের বদলে আজ খেলছেন তিনি। আর ফিরেই নিজের জাত চিনিয়েছেন নাসুম। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ডাচ ওপেনারকে আউট করেন তিনি।
এদিকে তিন নম্বরে খেলতে নামেন তেজা নিদামানুরু। তবে তিনিও সুবিধা করে ওঠতে পারেননি। নিজের তৃতীয় বলেই তেজাকে আউট করেন নাসুম। নাসুমের এক ওভারে ২ উইকেট হারানো ডাচরা এরপর উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে।
নাসুমের পর একে একে উইকেটের দেখা পেয়েছেন তাসকিন, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। টাইগারদের দাপুটে বোলিংয়ে ক্রিজে স্থায়ী হতে পারেননি ডাচদের কোনো ব্যাটারই। দলের হয়ে সর্বোচ্চ রান করেন আরিয়ান দত্ত, তিনি করেন ৩০ রান। এছাড়া কেবল আর দুইজন দুই অঙ্ক ছুঁতে পেরেছেন।
বাংলাদেশের বোলাররা আজ দুর্দান্ত বোলিং করেছেন। নাসুম পেয়েছেন ৩ উইকেট, এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন তাসকিন ও মুস্তাফিজ, একটি করে পেয়েছেন সাকিব ও শেখ মেহেদী।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.