দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের কাছে চার দফা দাবি জানিয়েছেন, যার মধ্যে ক্যাম্পাসে ১৪৪ ধারা বহাল রাখার কথাও রয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী সংবাদ সম্মেলনে বলেন, শনিবার রাত এবং রোববার দিনব্যাপী শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের বর্বরোচিত হামলার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, হাটহাজারী থানা পুলিশ প্রশাসন এবং দেশের নিরাপত্তা বাহিনী কোনো কার্যকর ভূমিকা নেননি। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানান।
ছাত্রশিবিরের দাবিগুলো হলো-
১. প্রশাসনের তত্ত্বাবধানে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা।
২. হামলাকারী সকল সন্ত্রাসীকে গ্রেফতার করা এবং পুরো এলাকা অস্ত্রমুক্ত করা।
৩. ক্যাম্পাসে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে প্রতিষ্ঠা করা।
৪. নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল রাখা।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ পারভেজসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.