দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের এলএলবি (অনার্স) ৫৭তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ সেপ্টেম্বর), দুপুর ১২.৩০টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের অ্যাডজাঙ্কট ডিন প্রফেসর মোহাম্মদ মোরশেদ মাহমুদ খান, ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ও প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। স্বাগত বক্তা ছিলেন আইন অনুষদের সহকারী ডিন জনাব তানজিনা আলম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমরাও ওরিয়েন্টেশন পেয়েছিলাম। তা অনেককাল আগের কথা। আজ তোমরাও প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ওরিয়েন্টেশন পাচ্ছ। তোমাদের সঙ্গে আমাদের পার্থক্য এই যে, তোমরা বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে আজ অনেক সুযোগ-সুবিধা পাচ্ছ, যা আমরা পাইনি। বিজ্ঞান ও প্রযুক্তি আইনেরও অনেক পরিবর্তন সাধন করেছে। আমি চাই, তোমরা ভবিষ্যতে আইনজীবী হয়ে আইনকে মানবতার কল্যাণে প্রয়োগ করবে। তোমাদের অধ্যয়ন যাতে যথাযথ হয়, সেজন্য প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি সকল সহযোগিতা অব্যাহত রাখব। তিনি এই ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন অর্জনের কথাও তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ মোরশেদ মাহমুদ খান বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের অর্জন বাংলাদেশে অসামান্য ও অনন্য সাধারণ। সুতরাং তোমরা এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশুনা করার সিদ্ধান্ত নিয়ে ভালো কাজ করেছ। আমি মনে করি, তোমরা এই বিভাগ থেকে আইন শিক্ষা গ্রহণ করে মানবিক গুণাবলীসম্পন্ন আইনজীবী হবে।
রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, পৃথিবীর সব মানুষের জন্য আইনের সহযোগিতা প্রয়োজন। সুতরাং তোমরা এই আইন বিভাগে পড়ালেখা করে শুধু নিজের কল্যাণ নয়, পৃথিবী ও মানুষের কল্যাণেও নিয়োজিত হবে।
প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির কোড অব কন্ডাক্ট নিয়ে আলোচনা করেন।
স্বাগত বক্তব্যে জনাব তানজিনা আলম চৌধুরী বলেন, আজ থেকে তোমরা প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবারের অংশ।
সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মেহের নিগার। সহকারী অধ্যাপক জনাব সালমা মরিয়মের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.