দেশচিন্তা নিউজ ডেস্ক:
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.) উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২১ নভেম্বর বুধবার সকালে চসিক কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে খতমে কোরান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের প্রভাষক হযরত মাওলানা আলহাজ্ব ড. আনোয়ার হোসেন। চসিক মাদ্রাসা পরিদর্শক মাওলানা হরুনুর রশিদ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, সালেহ আহমদ চৌধুরী,, মো. সলিম উল্লাহ বাচ্চু, মো.ইসমাইল বালী, সাহেদ ইকবাল বাবু, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেন, মেয়রের একান্ত সচিব মো.মুফিদুল আলম,উপ সচিব মো. আশেক রসুল চৌধুরী টিপু সহ কর্পোরেশনের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় ড. আনোয়ার হোসেন আল্লাহর প্রিয় হাবিব নবী করিম (স.) এর ধরনীতে শুভাগমণ সম্পর্র্কীত গুরুত্বপুর্ন আলোচনা করেন এবং মিলাদ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.