দেশচিন্তা ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অপহৃত শিক্ষার্থী আল রাফিকে (১১) উদ্ধার করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন চৌধুরী রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে আল রাফিকে অপহরণ করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী উদ্ধার অভিযানে নামে। বিকাল সাড়ে ৫টার দিকে পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে পানছড়ি মোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়।
বাদশা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পানছড়ি বাজার থেকে কামরুল ইসলাম নামে আরও এক অপহরণকারীকে আটক করা হয়। রাত ১০টার দিকে গ্রেফতার দুজনকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়। তবে মূল অভিযুক্ত মালেক মিয়া ওরফে মালু এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—জেলা সদরের আব্দুল রহিমের ছেলে বাদশা মিয়া (২৮) এবং পানছড়ির হানিফ হোসেনের ছেলে কামরুল ইসলাম (২৩)।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা বলেন, দুই অপহরণকারী থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.