দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানীয় জোবরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনেও ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসে পুরোপুরি নীরবতা বিরাজ করছে। সাধারণত শিক্ষার্থীদের কোলাহলপূর্ণ এলাকাগুলো এখন ফাঁকা, কেউ দেখা মেলেনি। তবে প্রশাসনিক ভবনে নিয়োগ পরীক্ষা ও অন্যান্য অফিস কাজ চলছে।
ঘটনার সূত্রপাত গত শনিবার রাত সোয়া ১২টার দিকে। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রী ক্যাম্পাসের ২ নম্বর গেটের কাছে তার ভাড়া বাসায় ফেরার সময় ভবনের দারোয়ান তার সঙ্গে অসভ্য আচরণ করে মারধর করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা দারোয়ানকে আটকানোর চেষ্টা করলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় স্থানীয় জোবরা গ্রামের লোকজন শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটতে থাকে।
সংঘর্ষের সময় শিক্ষার্থীদের হাতে ছিল রড, পাইপ, কাঠের লাঠি; স্থানীয়দের হাতে ছিল রামদা, রড ও লোহার পাইপ। সংঘর্ষ দ্রুত গ্রামের অলিগলিতে ছড়িয়ে পড়ে এবং অনেক শিক্ষার্থী আটকা পড়ে মারধর হন। ধারালো অস্ত্র ব্যবহারে বেশ কয়েকজন রক্তাক্ত হন। আহতদের মধ্যে তিনজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়।
ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হাটহাজারী উপজেলা প্রশাসন বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে। সেনাবাহিনীর সদস্যরা শনিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষ থামেনি পুরোপুরি। আহত হয়েছেন অন্তত ২২০ জন, যার প্রায় ২০০ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ বহন করছে তারা। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, পরিস্থিতি বিবেচনায় রোববার থেকে সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাওছার মোহাম্মদ হোসেন জানান, সোমবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপত্তা সংকটের কারণে উদ্বিগ্ন। প্রশাসন থেকে দ্রুত পদক্ষেপ ও পরিস্থিতি স্বাভাবিক করার আশায় তারা রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.