আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লিগস কাপের ফাইনালে হারল মেসির দল মায়ামি

দেশচিন্তা ডেস্ক: ইন্টার মিয়ামি ভেবেছিল মেসি, সুয়ারেজ, বুসকেতসদের নিয়ে ঘুরে দাঁড়াবে, জিতবে একের পর এক ট্রফি। কিন্তু রোববার রাতে সেই স্বপ্নটা আবারও ভেঙে চুরমার হয়ে গেল। লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে উড়ে গেল মিয়ামি।

সিয়াটলের হয়ে গোল করেন ওসাজে ডে রোজারিও, অ্যালেক্স রোলদান এবং ম্যাচের একদম শেষ দিকে পল রথরক। রথরকের ৮৯তম মিনিটের গোলের পরেই শুরু হয় হুলস্থুল! মাঠে হাতাহাতি, ধাক্কাধাক্কি এক পর্যায়ে ঘুষাঘুষিও! মিয়ামির ম্যাক্সি ফ্যালকন সিয়াটলের ভারগাসকে জড়িয়ে ধরেন, তারপর দুই দলের খেলোয়াড়েরা একে অপরকে মারতে শুরু করেন।

এমনকি অভিজ্ঞ সুয়ারেজও নেমে পড়েন মারামারিতে, এক পর্যায়ে সাউন্ডার্সের এক স্টাফের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ান। এত কিছুর পরও ম্যাচ শেষে তাৎক্ষণিকভাবে কেউ শাস্তি পাননি, কিন্তু ঘটনাটা যে বড় হয়ে যাবে, সেটা বলাই বাহুল্য।

এই হারে আবারও একটা ফাইনাল হাতছাড়া করল মেসির ইন্টার মিয়ামি। ২০২৩ সালে লিগস কাপ জিতলেও এরপর ইউএস ওপেন কাপের ফাইনালে হারে, ২০২৪ সালে এমএলএস প্লে-অফ থেকে বিদায় নেয় প্রথম রাউন্ডেই। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকেও বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে।সব মিলিয়ে ব্যর্থতার চাপ বাড়ছে দলে। তার ওপর মেসি আর বুসকেতসের চুক্তি শেষ হচ্ছে এই মৌসুমেই।

তবু এখনো সব শেষ হয়নি। লিগে বাকি আছে আরও ৯টি ম্যাচ। সাপোর্টার্স শিল্ড জয়ের দৌড়েও টিকে আছে তারা। সামনে আছে ২০২৫ সালের এমএলএস কাপের লড়াই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ