দেশচিন্তা ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাতে এ পর্যন্ত ২০ জন মারা গেছেন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাত্র ৮ কিলোমিটার (৬ মাইল) গভীরে।
সোমবার (০১ সেপ্টেম্বর) এক প্রতিবেদেন এই খবর জানিয়েছে বিবিসি।
তালেবান সরকারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বহু ঘরবাড়ি ধসে পড়েছে এবং অনেকে এখনো ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
জানা গেছে, দুর্গম পার্বত্য এলাকায় বহু গ্রামে ঘরবাড়ি ধসে পড়েছে। ভূমিধস ও বন্যার কারণে অনেক এলাকা কেবলমাত্র আকাশপথে পৌঁছানো সম্ভব হচ্ছে। তালেবান প্রশাসন আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর প্রতি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে।
ভূমিকম্পের তীব্রতা রাজধানী কাবুল থেকেও অনুভূত হয়েছে। এমনকি ভূমিকম্প উৎপত্তির স্থান থেকে ৩০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভবনগুলো কেঁপে ওঠেছিল।
উদ্ধারকাজ চলমান থাকলেও প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে উদ্ধারকর্মীদের।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.